
মনে করুন আপনি (E) drive-এ Games নামের কোন ফোল্ডার লক করবেন। তাহলে notepad-এ লিখুন
ren Games Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
এবং save করুন "hide.bat" নামে।
এবার ওটার ওপর ডাবল ক্লিক করলে আপনার Games নামের ফোল্ডারটি দেখা যাবে না।
আবার notepad-এ লিখুন
ren Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Games
এবং save করুন "unhide.bat" নামে।
এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারটি আবার দেখা যাবে।
বিঃদ্রঃ কাজটি সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে করবেন, ফোল্ডার হাইড করে পরে ফিরিয়ে আনতে না পারলে আমি দায়ি থাকব না।