প্রথমেই জেনে নিই HTML কি ?
HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে। HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে Hyper Text Mark Up Language বলা হয়। Mark Up Language এক সেট Mark Up ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয় ।সহজ কথায় বলতে গেলে, আপনি আপনার তথ্যসমূহ ওয়েবপেজে প্রদর্শন করতে চাইলে, কিভাবে প্রদর্শন করার একটি পদ্ধতি হল HTML ।
HTML এর ইতিহাস
Tim Berner Lee |
আজ এই পর্যন্তই । দেখা হবে পরবর্তী পর্বে ।
।|। ধন্যবাদ ।|।