আশাকরি আপনারা ভাল আছেন ।
আজ আপনাদের জন্য একটা Add-On নিয়ে এলাম, আপনাদের সময় বাঁচাবে ।
অনেকসময় কোন ওয়েবপেজের সব ইমেজ (ছবি) ডাউনলোড করতে হয় । আমরা একটা একটা করে ডাউনলোড করি । তো, এই Add-On আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দিবে । এক ক্লিকেই সব ছবি আপনার পিসিতে সেভ হয়ে যাবে !
তো Add-On টি আপনার Mozilla তে ইন্সটল করে নিন ।