20 May, 2014

একদম সহজে আপনার উইন্ডোজ ফোন ৮ কে ৮.১ এ আপডেট করুন !!

| |
আসসালামু-আলাইকুম, 
সবাই কেমন আছেন ? আশাকরি ভাল আছেন ।
কিছুদিন হয়ে গেছে  windows phone 8.1 announce করেছে Microsoft.
আজকে আপনাদেরকে বলব কিভাবে ৮.১ update দিতে হয়।
প্রথমে ফোন মেমরী 3 or 2.5 GB ফাকা করে নিন
তারপর উইন্ডোজ স্টোর থেকে "Preview for developers software টি ইন্সটল করে নিন।
তারপর settings থেকে phone update এ গিয়ে check for updates তে ক্লিক করুন।
আপনার ফোনে যদি আগের আপডেট গুলো না করে থাকেন, তাহলে তিন চার বার আপডেট নিবে এক এক করে। তারপর ৮.১ ডাউনলোড শুরু করবে। ডাউনলোড শেষ হলে সব মিলিয়ে এক ঘন্টা লাগবে। আপনার নেট স্পিড বেশি থাকলে আরও কম সময় লাগতে পারে। আমার টাতে ডাউনলোড ইন্সটল মিলিয়ে দেড় ঘন্টা লেগেছিল।
এই আপডেট সকল উইন্ডোজ ৮ ফোনের জন্য প্রযোজ্য।( lumia 520,525 included)
নতুন ফিচার গুলো
১। প্রথমেই আমার মন কেরে নিয়েছে start screen. widely আরো অনেক অ্যাপস রাখতে পারবেন। tiles এর background রাখতে পারবেন ইচ্ছামত।
২। নতুন action center, উপর থেকে নিচে swipe করলেই বেরিয়ে আসবে আপনার পছন্দের control গুলো ।
৩। sd card এ আপস ইন্সটল করতে পারবেন।
৪। call history optimized with details.
৫। cortana, এত রেস্পন্সিভ speech recognition এবারি প্রথম আমার জীবনে। যাই বলি করে দিচ্ছে। আপডেট দেয়ার পর cortana কাজ করবেনা। এজন্য আপনাকে প্রথমে region change করতে হবে usa, তারপর add language এ usa english select করে phone update দিলেই কাজ শেষ।
৬। আরো ফাস্ট এবং ইজি এক্সেস।
৭। VPN settings.

সবাই ভাল থাকবেন। ধন্যবাদ
সম্পূর্ণ পড়ুন

19 May, 2014

খুব সহজ পদ্ধতিতে Symphony W125, W65, W68 & Walton Primo F2 রুট করুন । 100% safe ...!!

| |
আজ আপনাদের খুব সহজ পদ্ধতিতে Symphony W125, W65, W68 & Walton Primo F2 - এই ফোনগুলো রুট করা দেখাব। এটা ১০০% safe ..


যা যা লাগবেঃ

১) Framaroot 1.6.0 (2.0 MB)
http://www.sendspace.com/file/o3p8l7
২) BusyBox Pro
http://bit.ly/Jaly8A

কিভাবে করবেন ?
# প্রথমে framaroot ইন্সটল করুন । তারপর ওপেন করুন ।
# এরপর Install SuperSu সিলেক্ট >> Boromir এ টাচ করুন ! দেখবেন Successed দেখাবে !
)

 
# এরপর ফোন টি Reboot করুন ! Reboot করার পরে দেখবেন আপনার App Drawer এ SuperSU নামে একটি এপ্লিকেশন এসেছে ! (নিচের স্ক্রিনশট গুলি দেখুন)


# এরপর উপরের দেয়া BusyBox Pro ইন্সটল সিন আপনার মোবাইল এ ! ইন্সটল হলে ওপেন করুন...ওপেন করলে SuperSu Box আসবে...সেখান থেকে Grant এ ক্লিক করবেন !

 
# এরপরে BusyBox লোড হওয়া শুরু করবে...১০০% লোড কমপ্লিট হলে, Install >> Normal Install (নিচের স্ক্রিনশট গুলি দেখুন)

 

আপনার এন্ড্রোয়েড টি এখন রুটেড !!Enjoy ...
সম্পূর্ণ পড়ুন

17 May, 2014

ফ্রি কিছু Antivirus নিয়ে এলাম, লাগলে নামিয়ে নিন ...

| |
বাংলাদেশের বাস্তবতায় উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের ব্যবহার এখনো বেশ চলছে। মাইক্রোসফট কারিগরি সহযোগিতা বন্ধ করে দেওয়ার পর এক্সপি ব্যবহারকারীরা তাঁদের কম্পিউটারের নিরাপত্তা নিয়ে কিছুটা অস্বস্তিতে আছেন৷ আশার কথা, বিনা মূল্যে ব্যবহার করা যায় এমন কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, যেগুলোর ব্যবহার এখনো অনেক কার্যকর। এক্সপির পাশাপাশি উইন্ডোজের অন্যান্য অপারেটিং সিস্টেমেও এসব ব্যবহার করা যায়।

অ্যাভাস্ট: কম্পিউটারের ক্ষমতা (সিস্টেম রিসোর্স) কম ব্যবহার করায় এবং নিজের ই-মেইল দিয়ে নিবন্ধন করে নিলে এক বছরের জন্য বিনা গ্রাহক হওয়ার সুবিধা থাকায় অ্যাভাস্টের জনপ্রিয়তা তুঙ্গে। অ্যান্টিভাইরাস পরীক্ষায় এর ফলাফলও অনেক ভালো। http://goo.gl/ubHLTR ঠিকানায় গিয়ে অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস নামাতে হবে৷ তারপর ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় প্রোগ্রামটি হালনাগাদ করতে হবে। ইন্টারনেট সংযোগ না থাকলে অফলাইনেও হালনাগাদ করা যাবে। এ জন্য অ্যাভাস্ট ২০১৪ ভাইরাস ডেফিনিশন ফাইলটি লাগবে৷ নামানোর ঠিকানা: http://goo.gl/7P5giK

এভিজি: এভিজির বিনা মূল্যের সংস্করণটি ব্যবহার করে যেসব মৌলিক সুবিধা পাওয়া যায় সেগুলো দিয়ে বাড়ি কিংবা ছোটখাটো অফিসের কম্পিউটারে নিরাপত্তার কাজটা ভালোই চলে৷ http://goo.gl/OzgZx3 ঠিকানায় গিয়ে ফ্রি ডাউনলোড বোতামে ক্লিক করে এভিজি ২০১৪ নামানো যাবে। ইনস্টলের পর ইন্টারনেটে হালনাগাদ করতে হবে। অফলাইনে অ্যান্টিভাইরাসটি হালনাগাদ করতে চাইলে  http://goo.gl/Nde6Bf ঠিকানা গিয়ে  Iavi নামের ভাইরাস ডেফিনিশনের বাইনারি ফাইল নামাতে হবে।

কমোডো: যেসব কম্পিউটারে সিস্টেম মেমোরি একেবারেই কম, তাদের জন্য এটি ভালো সমাধান। নামাতে হবে  http://goo.gl/0w2cyV ঠিকানা থেকে। এর আকার ২২০ মেগাবাইট। ইনস্টলেশনের সময় বেশ কিছু অপশন পাওয়া যাবে। সম্পূর্ণ সুরক্ষা পেতে নিজস্ব ফায়ারওয়ালসহ অপশনগুলো পড়ে চালু করতে পারেন৷
সম্পূর্ণ পড়ুন

15 May, 2014

এখন Rar ফাইলের পাসওয়ার্ড ব্রেক নিয়ে আর ভাবতে হবে না, নিয়ে এলাম SmartKey RAR Password Recovery Professional v6.1.0.0 + Patch !

| |
আসসালামু-আলাইকুম,
কেমন আছেন আপনারা ? আশাকরি আপনারা ভাল আছেন ।
এর আগে আমি দেখিয়েছিলাম Notepad দিয়ে কিভাবে RAR ফাইলের পাসওয়ার্ড ব্রেক করা যায় । এটা অনেকের পিসিতেই কাজ করেনি, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম SmartKey RAR Password Recovery Professional v6.1.0.0 .
password ব্রেক করতে এই সফটওয়্যার খুব পটু । আমি আপনাদের সাথে এর ফুল ভার্শন শেয়ার করছি । এর ভেতরে Patch ফাইল এবং কিভাবে কাজ করবেন এর Read Me দেওয়া আছে ।



=== সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখান থেকে ==

ডাউনলোড করবেন যেভাবেঃ
১। প্রথমে উপরের লিঙ্কে ক্লিক করুন ।
২। Direct Download Link এ ক্লিক করুন । নিচে Screenshot দিলাম ...




সম্পূর্ণ পড়ুন

13 May, 2014

নিয়ে নিন Nokia'র সব গোপন কোড ! এবার Nokia হাতের মুঠোয় ...

| |

আজ আপনাদের সাথে Nokia'র প্রায় সব গোপন কোড শেয়ার করব ।
নিচে এগুলো দিলাম ...
1.#06# for checking the IMEI (International Mobile Equipment Identity).
2.#7780# reset to factory settings.
3.#67705646# This will clear the LCD display (operator logo).
4.#0000# To view software version.
5.#2820# Bluetooth device address.
6.#746025625# Sim clock allowed status.
7.#62209526# – Display the MAC address of the WLAN adapter. This is available only in the newer devices that support WLAN
#pw+1234567890+1# Shows if sim have restrictions.
8.#92702689#
9.#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation. Increase signal strength, better signal reception. It also help if u want to use GPRS and the service is not responding or too slow. Phone battery will drain faster though.
10.#3370* – (EFR) deactivation. Phone will automatically restart. Increase battery life by 30% because phone receives less signal from network.
11.#4720# - Half Rate Codec activation.
12.#4720* - Half Rate Codec deactivation. The phone will automatically restart
13.#7328748263373738# resets security code.
সম্পূর্ণ পড়ুন

অন্যের মোবাইলে বা পিসিতে ফেসবুক লগআউট করতে ভুলে গেছেন ? No Tension ... দেখে আপনি কি করবেন !!

| |
কোন কোন সময় এমন হয় যে, কোন সাইবার ক্যাফের কম্পিউটার বা অন্য কার কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন বা কারো মোবাইল থেকে ফেসবুক লগইন করেছেন লগ আউট করতে ভুলে গেছেন। এটা একটি বিশাল বিপদ। এখন যে কেউ ওই কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনার ফেসবুক Access করতে পারবে । 

 এখন আপনি কি করবেন ?আবার ওই কম্পিউটার বা মোবাইল এ গিয়ে লগ আউট করে আসবেন !! নাহ, ফেসবুক সিকিউরিটি এর দৌলতে এটা আপনাকে করতে হবে না । আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকেই ঐ কম্পিউটার বা মোবাইল এর ফেসবুক লগ আউট করতে পারবেন। 
এজন্য যা করতে হবে দেখে নিন…… 
১. প্রথমে আপানার PC থেকে ফেসবুক এ লগইন করুন। 
২. এবার Account Setting এ যান। 
৩. তারপর Security অপশনে Active Sessions এ ক্লিক করুন 
৪. এখন Current Session এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপিকত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে। 
৫. এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে। 

বিঃদ্রঃ অন্যের মোবাইল বা কম্পিউটার দিয়ে ফেসবুক এ লগইন করার সময় কখনই “Keep me login” এ ক্লিক করবেন না। আর , পাসওয়ার্ড ও সেভ করবেন না । আশা করি উপকারে আসবে । কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।
সম্পূর্ণ পড়ুন

Taste নিন চরম একটি Add-On- “Page Hacker” এর আর ইচ্ছামতো মজা লুটুন… (for Mozilla Firefox)

| |
এখন just একটা add-on দিতে পোস্ট করছি, খুবই ছোট পোস্ট ।
এখন আপনাদের যে add-on দিব সেটা হল Page Hacker .
Mozilla Firefox ইউজারদের জন্য এই add-on.


এই Add-on দিয়ে যেকোন webpage ইচ্ছামতো edit করে save/print করতে পারবেন ।

যেমন ধরুন...


আপনি এডিট করে করবেনঃ





হা হা... মজা না ??

ব্যবহারের নিয়মঃ
কিচ্ছু না, add-on টা ইন্সটল করলে উপরে navigation toolbar-এ  Page Hacker অপশন চলে আসবে...



ক্লিক করুন ।
এরপর আপনার পেজে কারসার চলে আসবে, ইচ্ছামতো edit করুন ।
ভয় পাবেন না, Page reload দিলে আবার সব আগের মত হয়ে যাবে...
https://addons.cdn.mozilla.net/img/uploads/previews/full/16/16656.png?modified=1331247702Page Hacker
Download For Firefox

ধন্যবাদ... ভাল লাগলে জানাবেন ।|।
সম্পূর্ণ পড়ুন

ফেসবুকে কে কে আপনার প্রোফাইল ভিউ করছে, তা খুব সহজেই দেখে নিন ...

| |
কেমন আছেন বন্ধুরা ? আশাকরি আপনারা ভালই আছেন ।
আজ আপনাদের জন্য একটা দারুন ট্রিক নিয়ে আসলাম । এখন থেকে আপনি খুব সহজেই দেখতে পারবেন, কে কে আপনার প্রোফাইল দেখছে (view করছে) , ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে ...


তো চলুন শুরু করা যাক !

প্রথমে,
আপনার ফেসবুক আইডিতে লগিন করুন।
তারপর আপনার প্রোফাইলের সোর্স কোড গুলো Ctrl+U চেপে বের করুন।
এবার Ctrl+F প্রেস করে  {“list”:  শব্দটি সার্চ করুন।
নিচের Screenshot -টি দেখুনঃ



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyNi1cmUsSm7WSaqhKHDRyn9KGsDncwCKmUV9WJmDHCHxIyTf-0z9cF79e5b8037ndkargPcny7biSuYIB_8-8UJrTGAB5Q7bEVpD-RsmjxnDInV4WlG5kPAeGkcLM8dHvdGIxZUCdPTAp/s1600/ffff.png
এবার,
এবার নিচে ছবিতে দেখুন  যেমন দেখাচ্ছে সেভাবে, লিস্টের একটি নাম্বার কপি করুন। ধরুন 100006461302519 নাম্বারটি কপি করুন ।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiz_haKb9Ht-caxoXiPbYlmsApMDfAGPdSUitflfSiv62iV9kdaEs4YC9Vtpfux5JKm2VtAql5OsJTxt6bEjPxVUe1J3rK9suXDxzzE3qHX6G1eaBcb4qI4MvvWZxNFcYcYIFt1fB25xCwO/s1600/fbookl.pngএকটা কথা, এই নম্বর হবে এমনঃ xxxxxxxxxxxxxx-2 , আপনি শুধু xxxxxxxxxxxxxx টুকু কপি করবেন । -2 বাদ যাবে ।

এরপর,
একটা নতুন New tab ওপেন করুন সেখানে  https://www.facebook.com/  লিখে  নাম্বারটি paste
করুন ।
যেমনঃ
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB8n3D0ClTF8RJZEixnHP90uMXwctFdgQxO3sfoQS03rRzib_APAJAVGWolITDfSuWVeHJV-LVboxwBzDTGOiK9ay3P-dfzYrCMg3dILOOgjO6Avy8VqC91en3ewGx_cgySgkiVBfTpbL7/s1600/23456.png
এভাবে আপনি একটা একটা করে যে যে আপনার প্রোফাইল ভিউ করেছে তাদের দেখতে পারবেন । যতগুলো নাম্বার আছে, ততজন আপনার প্রোফাইল ভিউ করেছে ।

কোন সমস্যা হলে কমেন্ট করুন ।
ধন্যবাদ ... 




সম্পূর্ণ পড়ুন

11 May, 2014

বাংলা ভাষায় তৈরি সেরা দশটি Apps, দেখুন তো ভাল লাগে কি না ...!!!

| |
আসসালামু-আলাইকুম, 
কেমন আছেন আপনারা ? আশাকরি আল্লাহর রহমতে ভালই আছেন । আজ আপনাদের সাথে বাংলা ভাষায় তৈরি সেরা দশটি Apps শেয়ার করব ...


বাংলা ব্লগসঃ
বাংলা ব্লগ এখন বেশ জনপ্রিয়। ব্লগ থেকে অনেক সমাজসেবামূলক কাজ করা যায় যার কারণে এখন সবাই ব্লগমুখী। বাংলা ব্লগিংকে আরো গতিময় করতে এই বাংলা ব্লগস অ্যাপসটি অনেক কাজে দিবে। অ্যান্ড্রয়েড এই অ্যাপস দিয়ে পোস্ট লিখে তা ড্রাফট বা পাবলিশ করা যাবে। আগে পাবলিশ করা পোস্ট এডিটও করা যাবে।
শুধু তাই নয়, পাবলিশ করা সকল পোস্ট এবং ড্রাফট করা সকল পোস্টের লিস্ট দেখা যাবে এই অ্যাপস দিয়ে। একাধিক ব্লগ একাউন্ট থাকলে সুইচ করা যাবে সহজেই। গ্যালারি থেকে ইমেজ যুক্ত করা যাবে ব্লগে অথবা সরাসরি অ্যাপস দিয়ে তোলা ছবিও ব্লগে যুক্ত করা যাবে। পোস্টে লেভেল যুক্ত করা যাবে।
এছাড়া লোকেশনের তথ্যও যুক্ত করা যাবে। যেখানেই থাকুন না কেন, যে কোন সময়ই হোক না কেন ব্লগ পোস্ট করা যাবে অনায়াসেই। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ২৮০ কিলোবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/KnV2no
বাংলাদেশ কৃষি তথ্যঃ
কৃষকদের জন্য বিশেষভাবে তৈরি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি। পুরো অ্যাপসটি বাংলায় করা হয়েছে। তাই মোবাইলে বাংলা ফন্ট থাকা জরুরি। দেশি ব্র্যান্ড যেমন ওয়াল্টন, সিম্ফোনিতে ডিফল্টভাবেই বাংলা ফন্ট ইন্সটল করা থাকে। অন্যান্য স্মার্টফোনগুলোতে বাংলা ফন্ট ইন্সটল করে নিতে হবে। এই কৃষি তথ্য অ্যান্ড্রয়েড অ্যাপসটি চালাতে ইন্টারনেট কানেকশন লাগবে।
এখানে তথ্যগুলো ছবি সহ অনেক বিস্তারিত রয়েছে। হোম, সংবাদ, প্রিন্ট মিডিয়া , ই মিডিয়া, আইসিটি, ই-কৃষি, জানতে চাই এমন আলাদা আলাদা বাটন রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। সম্পূর্ণ সবুজাভ এই অ্যাপসটি শুধুমাত্র কৃষকদেরই নয় অনেক শিক্ষার্থীদেরও কাজে আসবে। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ১.৩ মেগাবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/KZx5lH
বাংলা ডিকশনারি অফলাইনঃ
স্মার্টফোনে বাংলা ডিকশনারি না রাখলে কি আর সেটা স্মার্টফোন হয় নাকি। এখন প্লেস্টোরে অনেকগুলো ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস পাওয়া যায়। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই বাংলা ডিকশনারি অফলাইন অ্যান্ড্রয়েড অ্যাপসটি।
এই অ্যাপসে অনলাইন এবং অফলাইন দুই মুডেই ব্যবহার করা যায়। সমার্থক শব্দ, শব্দের অর্থের উচ্চারণ সহ বেশ কিছু চমৎকার ফিচার রয়েছে। ইন্টারফেস দেখেও মুগ্ধ হবে ব্যবহারকারীরা। ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে অটো অফলাইন মুডে চলে যাবে এবং শব্দের ফলাফল খুজে বের করে দিবে।
ট্যাবলেট এবং ফ্যাবলেটেও এই অ্যাপস ব্যবহার করা যাবে অনায়াসেই। কোন বাংলা ফন্ট ইন্সটল না থাকলেও এই অ্যাপসের বাংলা শব্দগুলো পড়া যাবে সমস্যা ছাড়াই। প্রতিনিয়ত আপডেট হওয়া এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাইজ মাত্র ৩ মেগাবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/82llBg

বাংলাদেশ কন্টসটিটিউশন বাংলাঃ

বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই উচিত বাংলাদেশের সংবিধান সম্পর্কে ধারণা রাখা। বাংলাদেশ কন্টসটিটিউশন বাংলা নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসে বাংলাতে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। নাগরিকদের অধিকার, ব্যাসিক সাংবিধানিক নিয়ম কানুন সহ অনেক তথ্যবহুল এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি। অনেকগুলো ভাগে বিভক্ত  করা হয়েছে তথ্যগুলো।
স্বাধীনতার ঘোষণাপত্র, প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, নির্বাচন ইত্যাদি ভাগে বিভক্ত করা হয়েছে এই অ্যান্ড্রয়েডের সকল তথ্য। প্রতিটি ভাগের আবার সাববিভাগ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধান জানার জন্য এই অ্যান্ড্রয়েড অ্যাপস সাধারণ নাগরিকের জন্য যথেষ্ট। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ১ মেগাবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/k9AXQa

বাংলাদেশ ব্লাড ব্যাংকঃ

অনেক জরুরী সময়ই রক্তের প্রয়োজন হতে পারে। সঠিক সময়ে রক্ত যোগাড় করতে না পারলে অনেক বড় রকমের সমস্যা হতে পারে। সব সময় বিভিন্ন হাসপাতালে গিয়ে ব্লাড ব্যাংক সম্পর্কে খোজ নেয়াও সম্ভব নাও হতে পারে। আর তখনি এই অনলাইন নির্ভর অ্যান্ড্রয়েড অ্যাপস বাংলাদেশ ব্লাড ব্যাংক অনেক কাজে দিবে।
এটা এমন একটি প্লাটফর্ম যেখানে ডোনার, গ্রহিতা বা রোগী রক্ত নিয়ে এক সাথে আলোচনা করতে পারে। ব্লাড ডোনাররা বিভিন্ন কারণে রক্ত দান করে থাকে। প্রয়োজন অনুযায়ী রক্ত সংগ্রহের জন্য অসাধারণ একটি পোর্টাল হতে পারে এই অ্যান্ড্রয়েড অ্যাপস। এখানে ডোনারের ঠিকানা সহ অনেক তথ্যই বিস্তারিত দেখা যায়। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র  ২৮০ কিলোবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/7JTEh9

বাংলা জিপিএস/বাংলা ম্যাপঃ

গুগল ম্যাপ সবার জন্যই অনেক কাজে লাগে। আর সেই ম্যাপটি যদি হয় বাংলায় তাহলেতো সোনায় সোহাগা। বাংলা জিপিএস/বাংলা ম্যাপ এমনই একটি কাজে ম্যাপ যা দিয়ে সাড়া বাংলাদেশের যেখানেই থাকুন না কেন, আপনার গন্তব্য খুজে বের করতে পারবেন। এই জন্য লাগবে একটি স্মার্টফোন, জিপিএস এনাবল হ্যান্ডসেট এবং ইন্টারনেট।
আপনার গন্তব্যস্থলের নাম লিখে সার্চ দিন তাহলে নিমিষেই পেয়ে যাবেন যাওয়ার রাস্তা। অর্থাৎ গুগল ম্যাপের প্রায় সকল সুবিধাই এই বাংলা জিপিএস অ্যান্ড্রয়েড অ্যাপসে পাওয়া যাবে পুরোপুরি বাংলায়। শুধু গাড়ির রাস্তাই নয় সাথে সাথে হাটার রাস্তাও পাওয়া যাবে এই ম্যাপে। পুরোপুরি ইন্টারনেট নির্ভর এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ১ মেগাবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/ZG21uc

বাংলা জাতীয় ই-তথ্যকোষঃ

অনলাইনে এখন বাংলায় অনেক তথ্যই পাওয়া যায়। দিন দিন এই তথ্য আরো বহুগুনে বৃদ্ধি পাচ্ছে। অনলাইনের এমনই এক তথ্যভান্ডার হচ্ছে এই বাংলা জাতিয় ই-তথ্যকোষ। এই অ্যান্ড্রয়েড অ্যাপসে ডেস্কটপ ও মোবাইল উভয় ভার্শনই রয়েছে। প্রয়োজনমত যে কোন ভার্শন পছন্দ করা যাবে।
পুরোপুরি ইন্টারনেট নির্ভর এই অ্যান্ড্রয়েড অ্যাপসে অনেকগুলো বিষয় বিভক্ত করা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য ও সংস্কৃতি, আইন ও মানবাধিকার, নাগরিক সেবা, পর্যটন, অকৃষি উদ্যেগ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান সহ সকল বিভাগে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে।
ইচ্ছে করলে রেজিট্রেশন করে এই তথ্য ভান্ডারে যে কেউ তথ্য যুক্ত করতে পারে। ডেস্কটপ ভার্শনে মোবাইল দিয়েই হুবুহু ডেস্কটপ সাইটের মত দেখা যাবে। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ১ মেগাবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/QN64ku

জি স্লেট বাংলাঃ

ছোটবেলায় সবারই হাতে খড়ি হয়েছে চক-স্লেট দিয়ে। এখন এই অত্যাধুনিক সময়ে চক-স্লেটের ব্যবহার অনেক কমে গিয়েছে। এখন বাচ্চারা স্মার্টফোন, কম্পিউটার দিয়ে শিখতে বেশি পছন্দ করে। জি স্লেট নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডিজিটাল চক-স্লেটের কাজ করবে। এটা দিয়ে খুব সহজেই বাচ্চারা অক্ষরজ্ঞান সম্পর্কে ধারণালাভ করতে পারবে।
পুরো ইন্টারফেসটি অনেকটা বাস্তব চক-স্লেটের মত করা হয়েছে। পড়া ও লিখার দুটি অপশনই রয়েছে এই অ্যাপসে। অক্ষর এবং নাম্বারগুলো ট্রেস করার জন্য ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দিতে পারেন। ফলে বাচ্চাটি আরো বেশি চ্যালেঞ্জ অনুভব করবে এবং মজা পাবে।
ট্রেস করা ছাড়াও রয়েছে সাউন্ড এবং ছবি সহ শব্দগাইড। বাচ্চারা অনেক মজা পেয়ে যেন এই অ্যাপসটি দিয়ে অক্ষরজ্ঞান লাভ করতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ১০ মেগাবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/8Os0uf

কবিতা সমগ্র-বাংলাঃ

কবিতা অনেকেই পছন্দ করেন। সব সময় কবিতার বই সাথে রাখা বা প্রয়োজনের সময় কবিতা নাও পাওয়া যেতে পারে। তখন এই অ্যান্ড্রয়েড কবিতা সমগ্র-বাংলা অ্যাপসটি অনেক কাজে দিবে। এখানে অনেকজন কবির বিখ্যাত কবিতাগুলো সুন্দরভাবে ছবিসহ সাজানো রয়েছে।
পুরো বাংলা এই অ্যাপসটির জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। বাংলা অক্ষরের ক্রমানুসারে এখানে কবিদের সাজানো রয়েছে।
যাদের কবিতাগুলো এখানে রয়েছে তাদের নাম হলোঃ অমিয় চক্রবর্তী, অ্যালেন গিন্সবার্গ, আনা আখমাটোভা, আন্দ্রেই ভজনেসেনস্কি,আল মাহমুদ, আহসান হাবীব, কাজী নজরুল ইসলাম, কায়কোবাদ, জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেকের কবিতাই রয়েছে।
প্রতি কবির অনেকগুলো কবিতা রয়েছে এই অ্যাপসে। এছাড়া হামদ ও নাথও রয়েছে। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ২ মেগাবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/avio4j

ঢাকা মেট্রোপলিটন পুলিশঃ

সম্প্রতি চালু হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যান্ড্রয়েড অ্যাপসটি অনেক জনপ্রিয় হয়েছে। সামনে চট্রগ্রাম ভার্শনও আসবে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। এই অ্যান্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে ঢাকার সকল থানার ওসি এবং ডিউটি অফিসারের নম্বরসহ পাওয়া যাবে প্রতিটি থানার ঠিকানা এবং ম্যাপ।
এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ঢাকার যে কোন স্থান থেকে আপনি আপনার সবচেয়ে কাছের থানাটি সহজেই খুঁজে বের করতে পারবেন; সেই সাথে গুগল ম্যাপে আপনাকে সেই থানায় যাওয়ার পথও দেখিয়ে দেবে। শুধু তাই নয় জরুরী প্রয়োজনে ডিএমপির ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ এবং এ সম্পর্কিতে অন্যান্য তথ্য জানার জন্যে এতে সংযোজন করা হয়েছে একটা ‘ব্লাড বাটন’।
ডিএমপির নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন ‘নারী বাটন’টি। এছাড়াও ডিএমপি-ম্যাপ থেকে খুব সহজেই আপনি যে কোন থানার অবস্থান ছবি তুলে পাঠাতে পারবেন আপনার কোন বন্ধু বা নিকটজনকে।
এই চমৎকার কাজের অ্যান্ড্রয়েড অ্যাপসটির বাংলা এবং ইংরেজি দুটিই ভার্শন রয়েছে। ম্যাপ দেখার জন্য ইন্টারনেটের প্রয়োজন হবে। আরো অনেক অনেক কাজের অপশন রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ১ মেগাবাইট।
ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ goo.gl/yq21j2
ভাল লাগলে মতামত দিতে ভুলবেন না ।

সংগৃহীত  ...
সম্পূর্ণ পড়ুন

10 May, 2014

হেলিকপটারের গঠন ও বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নিন, দেখে নিন কিভাবে এটা উড়ে...

| |
আমি আমার এই টিউনে একটি সাধারন হেলিকপ্টার এর বিভিন্ন অংশ ও তাদের কাজ নিয়ে আলোচনা করবো। তাহলে আসুন জেনে নেই একটি হেলিকপ্টার এর মূল অংশগুলো কি কিঃ
  • মেইন রোটর।
  • টেইল রোটর।
  • টেইল ফিনস।
  • টেইল বুম।
  • স্কীডস।
  • ক্যানোপি।
  • মাফলার
  • ককপিট।
  • ইঞ্জিন।
  • কেবিন।
  • ফুয়েল ট্যাংক
heli_parts

মেইন রোটর

হেলিকপ্টার এর উপরে দুটি ব্লেড এর সমন্বয়ে গঠিত যে রোটরটি(ঘুর্ণন পাখা) এটিকেই মেইন রোটর বলা হয়। মেইন রোটরে মূলত দুটি ব্লেড দেখা গেলেও এতে আরো রয়েছে স্পাইডার, স্লাইডার, ড্যাম্পার, পিচ কন্ট্রোল রোড, মাস্ট, এক্সটেনশন রোড, স্কিসরস আসি, সোয়াশ প্লেট, ফাইবার এবং প্যাডেল।

কাজঃ

  • ইঞ্জিন এবং এর সমন্বয়েই হেলিকপ্টার চালিত হয়।
  • এটি হেলিকপ্টার এর ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
  • এছাড়াও এটি হেলিকপ্টারকে উপরে উঠা ও নিচে নামায় মুখ্য ভূমিকা পালন করে।
vibe50_main_rotor_grips-1

টেইল রোটর

হেলিকপ্টার এর পেছন দিকে যে ছোট আরেকটি রোটর থাকে এটিকে বলা হয় টেইল রোটর। মূলত হেলিকপ্টার এর লেজের দিকের রোটর বলে এটিকে বলা হয় টেইল রোটর।

কাজঃ

  • এর মূল কাজ হলো পাশ থেকে কোন বাতাস এসে যেন হেলিকপ্টার এর ভারসাম্য নষ্ট না করে এবং মেইন রোটর এর কাজে বিঘ্ন না ঘটায়।
  • এছাড়া এটি হেলিকপ্টার এর মোড় নিতেও সহায়তা করে।
mh-53-fuselage-tail-rotor-1

টেইল ফিনস

আমার জানামতে এই অংশটি সব হেলিকপ্টার এ থাকে না। পেছনে স্থির ব্লেড যা অনেকটা বিমানের ব্লেড এর মত তবে অনেক ছোট এটাই হল টেইল ফিনস। এটা ভারসাম্য রক্ষার জন্য তৈরী।
fex35

টেইল বুম

হেলিকপ্টার এর পেছন দিকে যে লম্বা লেজটি থাকে এটিকেই বলা হয় টেইল বুম। এটি মূলত ভারসাম্য রক্ষা এবং টেইল রোটর অথবা টেইল ফিনস এর কাঠামো তৈরীর জন্য তৈরী।
Tail boom RH 2

স্কীডস

হেলিকপ্টার এর নিচে ল্যান্ডিং এর জন্য যে পাতটি থাকে তাই হল স্কীড।

কাজঃ

  • এটি ল্যান্ডিং এর জন্য ব্যাবহৃত। মূলত মাটিতে হেলিকপ্টারকে দাড়াতে অনেকটা পায়ের মত ব্যাবহৃত হয়।
Eurocopter-AS-350-Skids

ক্যানোপি

হেলিকপ্টার এর সম্মুখভাগে মুখের মত যে অংশ এটাকেই বলা হয় বলা হয় ক্যানোপি।
500_sized_canopy-1

মাফলার

হেলিকপ্টার এর গ্যাস জমা থাকার জন্য যে ট্যাংকটি থাকে স্কীড এর উপরে এটাকেই বলা হয় মাফলার।
a_fury_55_lf_chassis

ককপিট

হেলিকপ্টার এর পাইলট যেখানে বসে এটিকে নিয়ন্ত্রন করে তাকে বলা হয় ককপিট অন্যভাবে বললে এটি হেলিকপ্টারে পাইলটের বসার স্থান।
64565612_a361090e71

ইঞ্জিন

এটাতো মনে হয় আর বলার দরকার নেই তারপরও বলি এর মাধ্যমেই হেলিকপ্টার এবং তার সকল যান্ত্রিক অংশ নিয়ন্ত্রিত হয়। এখানে আর আছে মাফলার, গিয়ার, ক্ল্যাচ মাফলার।

কাজঃ

  • হেলিকপ্টারকে পরিচালনা করা।
  • সকল যান্ত্রিক অংশকে নিয়ন্ত্রন করা।
img_8_1

কেবিন

ককপিট এর পেছনে অন্যান্য আরোহী এবং মাল রাখার যে স্থানটি তাকেই বলা হয় কেবিন।

কাজঃ

  • আরোহী এবং মাল রাখা হয় এখানে
_DSC2558

ফুয়েল ট্যাংক

এখানে হেলিকপ্টারের চালনার জন্য ফুয়েল জমা থাকে।

সূত্রঃ ইন্টারনেট
ধন্যবাদ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ...
সম্পূর্ণ পড়ুন

মাহে রমজান উপলক্ষে আপনার Android মোবাইল এবং ট্যাবলেটের জন্য অসাধারণ কিছু Apps । ইন-শা-আল্লাহ আপনার কিছুটা হলেও উপকারে আসবে ...

| |
রমজানের উপহারে উপকৃত হই আমরা সবাই।
আসসালামুআলাইকুম।  প্রিয় বন্ধু সকল আল্লাহর দয়া এবং অফুরন্ত মেহেরবাণীতে আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি আর্টিকেল লেখার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিলেন(আলহামদুলিল্লাহ)। আমরা যারা কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহার করি, অথবা শুধু কম্পিউটার ও শুধু স্মার্টফোন ব্যবহার করি তাদের জন্য এই আর্টিকেলটি কাজে দেবে। যদিও কম্পিউটারের জন্যে যে সফট্‌ওয়্যারগুলো দিবো তা পুরোনো হয়ে গেছে(অনেকের কাছে নূতন লাগতে পারে)। স্মাটফোন যারা ব্যবহার করছেন, তারা কুরআন এবং হাদীসের ভালো ভালো অ্যাপস খুজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ আজকে যে সফট্‌ওয়্যারগুলো দিবো তা আমি নিজে ব্যবহার করেছি। তাই আশা করি আপনারাও এইসব সফটওয়্যার থেকে উপকৃত হবেন।
প্রথমে স্মাটফোন এবং ট্যাবলেট পিসির জন্য অ্যাপসগুলো ডাউনলোড করি।

১. Quran Android:

স্মাটফোনের জন্য কুরআনের যতগুলো অ্যাপস আমি ব্যক্তিগতভাবে দেখেছি, তার মধ্যে এই অ্যাপসটি আমার কাছে সেরা মনে হয়েছে।

এই কুরআন অ্যাপসটির অনেকগুলো বৈশিষ্টের মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো আপনি কুরআন পরবেন বাস্তব বইয়ের মত, ডিসপ্লে লাইট বন্ধ হবে না যতক্ষন আপনি কুরআন পরবেন। পড়ার সময় চোখে কোনো প্রকার সমস্যা লাগে না। কারন এর পেজগুলো পুরোপুরি সাদা না, যা অনেকটা বাস্তব বইয়ের মতই দেখতে। এছাড়াও রয়েছে বিভিন্ন ভাষায় অনুবাদ। বাংলা ভাষাভাষি মানুষদের জন্য রয়েছে মহিউদ্দিন খানের অনু্বাদ। রয়েছে বিভিন্ন ক্বারীদের তিলওয়াত যা আপনি ডাউনলোড করে শুনতে পারবেন।

Download Quran Android APK: mediafireplaystore
ডাউনলোড করার পর Install দিন Open করুন,  প্রায় ৮০ এমবির মত সিস্টেম ডাটা ডাউনলোড হবে। আপনি এই ডাটাপ্যাক ম্যানুয়ালি ডাউনলো করে নিতে পারেন।
Download Quran Android Datapack: mediafire,
Datapack ডাউলোড করার পর তা Extract করুন, quran_android নামে ফোল্ডারটি মোবাইলের মেমোরি কার্ডে কপি করুন।  এবার Quran Android অ্যাপসটি ওপেন করুন, Datapack টি ডাউনলোড চাইবে আপনি Cancel দিন, এখন আপনার ডাটাপ্যাক কাজ করবে।
বি:দ্র: এই অ্যাপসটি আপনি Appstore  এবং Market Place–ও পাবেন। সার্চে Quran লিখুন ও দেখুন নিচের মত Logo সম্বলিত Quran অ্যাপসটি ডাউনলোড করুন।

২. Muslim Pro: Azan, Qibla, Quran, etc.

মাল্টি Options-এর অ্যাপস আমরা সবাই পছন্দ করি। Muslim Pro ঠিক তেমনই একটি অ্যাপস।

এর মধ্যে রয়েছে, সালাত/নামাযের –এর সময়সূচি, হিজরি সনের ক্যালেন্ডার, কিবলা, কুরআন রিডিং এবং অনুবাদ। এর মধ্যে অনেক ভাষায় কুরআনের অনুবাদ রয়েছে, বাংলা ভাষাভাষি মানুষদের জন্য রয়েছে জহুরুল হকের অনুবাদ। আশা করি এই অ্যাপসটি অনেক কাজে দেবে।
Download Muslim Pro: mediafire, playstore

৩. Al-Quran Bangla

যারা কুরআন পড়তে জানেন না, কিন্তু শুধু আয়াতের অনুবাদ জানতে বা শিখতে চান তাদের জন্য এই অ্যাপসটি খুবই দারুন।

এর ভালো একটি বৈশিষ্ট্য হল সাইজে এই অ্যাপসটি খুবই ছোট, তাই যে কেউ ডাউনলোড করে নিতে পারেন।
Download Al-Quran Bangla: mediafire, playstore

৪. Bangla Hadith

Bangla Hadith একটি প্রথম ইউনিকোড সিস্টেম বাংলা হাদিস অ্যাপস। যার শেষ আপডেট ভার্সনে যুক্ত আছে সহীহ বুখারী(ইফা), সহীহ মুসলিম, সহীহ হাদিসে কুদসি, আন-নওয়াবীর চল্লিশ হাদীস ও রমযান বিষয়ে জাল ওদুর্বল হাদিসসমূহ।

এই হাদিস অ্যাপসটির সবচেয়ে দারুন বৈশিষ্ট্য হল হদিসগুলো কপি ও শেয়ার করার সুবিধা এবং হাদিসগুলো বাংলাতে দেখার পাশাপাশি আরবী ও ইংরেজীতে দেখার সুবিধা।
Download Bangla Hadith: mediafire, playstore.
বি: দ্র: Bangla Hadith অ্যাপসটি Android 4.0 বা এর পরের ভার্সনে সাপোর্ট করবে।

পোস্টটি করা হল Paragon Computer-এর পক্ষ থেকে ... 
সম্পূর্ণ পড়ুন

হ্যাকারদের ভাষা শিখতে চান ? শিখে নিন হ্যাকাররা যেই ভাষা ব্যবহার করে এবং একধাপ এগিয়ে থাকুন ...

| |
মাঝে মাঝেই বিভিন্ন ব্লগ বিশেষ করে হ্যাকিং ফোরাম গুলোতে ভিজিট করার সময় কিছু উদ্ভট টাইপের লেখা দেখতে পাই। আবার কিছু কিছু হ্যাকার যখন ওয়েব সাইট ডিফেস করে সেখানেও একই অবস্থা।এই যেমন- যেই জায়গাতে লিখা থাকার কথা hacker তার বদলে সেখানে লেখা h4x০r!  কেমন যেন অস্বাভাবিক..তাই না? অথচ leet জানা থাকলে সহজেই বোঝা যায়।


L33T কী?

…………………………………………………………………………………………………………………………………………………………….




leet কে leetspeak বা l33t বা 1337 -ও বলে। এটি আসলে ইংরেজি শব্দগুলোরই কিছুটা বিকৃত ও সংক্ষিপ্ত রূপ। সহজ কথায় বলতে গেলে এটির আর্বিভাব ঘটেছে ১৯৮০ সালের দিকে। সর্বপ্রথম হ্যাকাররা তাদের ফোরাম বা ব্লগে এই leet ব্যবহার শুরু করে যেন তারা ছাড়া অন্য কেউ বুঝতে না পারে। তবে আজকাল বিভিন্ন গেমেও এই  leet ঢুকে পড়েছে। শুধু  তাই নয় চ্যাটিংয়েও এটি আমরা প্রায় নিয়মিত ব্যবহার করি। চ্যাটিংয়ে আমাদের খুব পরিচিত শব্দ
L0L (laughing out loud), 0MG (oh my gosh) ইত্যাদিও leet থেকেই এসেছে। আগে শুধু হ্যাকার, গেমাররা এটি ব্যবহার করলেও এখন স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাই চ্যাটিংয়ে অন্যদের সাথে পাল্লা দিয়ে চলতে এবং যদি ভবিষ্যতে হ্যাকার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার এটা অবশ্যই জানা থাকতে হবে কারণ সব ভালো হ্যাকাররাই leet জানে।




সাইটটিতে যেতে এখানে ক্লীক করুন

leet শিখতে চান?

শিখতে চাওয়া মানে একেবারে তো আর পুরোপুরি আয়ত্তে আনা না…একটু ভালো ধারনা থাকলেই হল। এই leet ইংরেজি ভাষাই শুধু কিছু কিছু বর্ণের পরিবর্তে ভিন্ন বর্ণ বা সংখ্যা স্থান দখল করেছে। যেমন- s কে লেখা হয় 5, Tএর বদলে 7 ইত্যাদি।  এইরকম ইংলিশ letter এর পরিবর্তে যেইসকল leet বসেছে-

এইগুলো বেশি ব্যবহৃত হয়। তাই এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এইসব মনে  রাখতে
পারলেই leet অনেকাংশে আয়ত্তে আনা যাবে। এছাড়াও leet এর  আরও কিছু সংকেত আছে। complex বাক্য বানালে ঐসব use করা হয়-
কিছু কিছু শব্দও আছে এরকম-
at @ ck xor
the teh you joo or u
look at peep kill frag
own pwn that dat
sleep reboot greater than >
newbie noob why y
be b are r
and & dude d00d
yo jo hacker h4xor
hello ping to/two  2
with wit friends n00bz
তবে leet জানার একটা চমৎকার পদ্ধতি ফেসবুক হতে পারে! কারন যত দেখবেন তত বেশি জানবেন। ফেসবুক আপনাকে এই দেখার সুবিধাটি দিবে। শুধু english ভাষার পরিবর্তে leet সিলেক্ট করে দিন। প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। তারপর একেবারে নিচের দিকে যান। ভাষা যেখানে English সিলেক্ট করা আছে, সেখানে ক্লীক করুন-



তারপর দেখুন আপনার অ্যাকাউন্টের ভাষা সব চেঞ্জ হয়ে গিয়েছে। :)
undefined

তবে কোনো বাক্য বুঝতে না পারলে এবং চট করে কোনো বাক্যকে leet-এ পরিণত করতে আপনাকে সাহায্য করতে পারে বিভিন্ন অনলাইন leet-english এবং english-leet ট্রান্সলেটর। তেমনি একটি হল এটি। এখান থেকে eng ও leet কনভার্ট করতে পারবেন।



undefined
তবে কোনো সাইটে-টাইটে যাওয়ার ঝামেলায় যেতে না চাইলে মাত্র কয়েক কিলোবাইটের এই ট্রান্সলেটরটি ডাউনলোড করতে পারেন। এখান খেকে eng-leet এবং leet-eng কনভার্ট করতে পারবেন।

পোর্টেবল তাই ব্যবহার করাও সোজা। তো, চর্চা করতে থাকুন। আমি আজকের মত এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন…ধন্যবাদ।

= পোস্টটি সংগৃহীত =
সম্পূর্ণ পড়ুন
Powered by Blogger.