আজকে আপনাদের জন্য যে ট্রিকটি নিয়ে এলাম সেটা হল কিভাবে Rapidshare থেকে resume সহ ডাউনলোড করবেন । পদ্ধতিটা বেশ সহজ !
তো আসুন শুরু করিঃ
প্রথমে,
আপনি rapidshare-এ যান এবং যেই ফাইল ডাউনলোড করতে চান, তাতে Start Download-এ দিয়ে IDM দিয়ে ডাউনলোড শুরু করুন ।
IDM এর main window ওপেন করে ফাইলটির ওপর রাইট ক্লিক করে Stop Download এ ক্লিক করুন ।
তারপর,
আবার রাইট ক্লিক করুন এবং Propertise এ ক্লিক করুন ।
এখন,
আপনি Address এডিট করতে পারবেন । Address বার থেকে ?directstart=1 ডিলিট করুন ।
Screenshot তা দেখুনঃ
সবশেষে,
OK তে ক্লিক করে Resume Download এ ক্লিক করুন ।
ব্যস... আপনার কাজ শেষ ।
কোন প্রবলেম হলে কমেন্ট করুন ।