10 May, 2014

হেলিকপটারের গঠন ও বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নিন, দেখে নিন কিভাবে এটা উড়ে...

| |
আমি আমার এই টিউনে একটি সাধারন হেলিকপ্টার এর বিভিন্ন অংশ ও তাদের কাজ নিয়ে আলোচনা করবো। তাহলে আসুন জেনে নেই একটি হেলিকপ্টার এর মূল অংশগুলো কি কিঃ
  • মেইন রোটর।
  • টেইল রোটর।
  • টেইল ফিনস।
  • টেইল বুম।
  • স্কীডস।
  • ক্যানোপি।
  • মাফলার
  • ককপিট।
  • ইঞ্জিন।
  • কেবিন।
  • ফুয়েল ট্যাংক
heli_parts

মেইন রোটর

হেলিকপ্টার এর উপরে দুটি ব্লেড এর সমন্বয়ে গঠিত যে রোটরটি(ঘুর্ণন পাখা) এটিকেই মেইন রোটর বলা হয়। মেইন রোটরে মূলত দুটি ব্লেড দেখা গেলেও এতে আরো রয়েছে স্পাইডার, স্লাইডার, ড্যাম্পার, পিচ কন্ট্রোল রোড, মাস্ট, এক্সটেনশন রোড, স্কিসরস আসি, সোয়াশ প্লেট, ফাইবার এবং প্যাডেল।

কাজঃ

  • ইঞ্জিন এবং এর সমন্বয়েই হেলিকপ্টার চালিত হয়।
  • এটি হেলিকপ্টার এর ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
  • এছাড়াও এটি হেলিকপ্টারকে উপরে উঠা ও নিচে নামায় মুখ্য ভূমিকা পালন করে।
vibe50_main_rotor_grips-1

টেইল রোটর

হেলিকপ্টার এর পেছন দিকে যে ছোট আরেকটি রোটর থাকে এটিকে বলা হয় টেইল রোটর। মূলত হেলিকপ্টার এর লেজের দিকের রোটর বলে এটিকে বলা হয় টেইল রোটর।

কাজঃ

  • এর মূল কাজ হলো পাশ থেকে কোন বাতাস এসে যেন হেলিকপ্টার এর ভারসাম্য নষ্ট না করে এবং মেইন রোটর এর কাজে বিঘ্ন না ঘটায়।
  • এছাড়া এটি হেলিকপ্টার এর মোড় নিতেও সহায়তা করে।
mh-53-fuselage-tail-rotor-1

টেইল ফিনস

আমার জানামতে এই অংশটি সব হেলিকপ্টার এ থাকে না। পেছনে স্থির ব্লেড যা অনেকটা বিমানের ব্লেড এর মত তবে অনেক ছোট এটাই হল টেইল ফিনস। এটা ভারসাম্য রক্ষার জন্য তৈরী।
fex35

টেইল বুম

হেলিকপ্টার এর পেছন দিকে যে লম্বা লেজটি থাকে এটিকেই বলা হয় টেইল বুম। এটি মূলত ভারসাম্য রক্ষা এবং টেইল রোটর অথবা টেইল ফিনস এর কাঠামো তৈরীর জন্য তৈরী।
Tail boom RH 2

স্কীডস

হেলিকপ্টার এর নিচে ল্যান্ডিং এর জন্য যে পাতটি থাকে তাই হল স্কীড।

কাজঃ

  • এটি ল্যান্ডিং এর জন্য ব্যাবহৃত। মূলত মাটিতে হেলিকপ্টারকে দাড়াতে অনেকটা পায়ের মত ব্যাবহৃত হয়।
Eurocopter-AS-350-Skids

ক্যানোপি

হেলিকপ্টার এর সম্মুখভাগে মুখের মত যে অংশ এটাকেই বলা হয় বলা হয় ক্যানোপি।
500_sized_canopy-1

মাফলার

হেলিকপ্টার এর গ্যাস জমা থাকার জন্য যে ট্যাংকটি থাকে স্কীড এর উপরে এটাকেই বলা হয় মাফলার।
a_fury_55_lf_chassis

ককপিট

হেলিকপ্টার এর পাইলট যেখানে বসে এটিকে নিয়ন্ত্রন করে তাকে বলা হয় ককপিট অন্যভাবে বললে এটি হেলিকপ্টারে পাইলটের বসার স্থান।
64565612_a361090e71

ইঞ্জিন

এটাতো মনে হয় আর বলার দরকার নেই তারপরও বলি এর মাধ্যমেই হেলিকপ্টার এবং তার সকল যান্ত্রিক অংশ নিয়ন্ত্রিত হয়। এখানে আর আছে মাফলার, গিয়ার, ক্ল্যাচ মাফলার।

কাজঃ

  • হেলিকপ্টারকে পরিচালনা করা।
  • সকল যান্ত্রিক অংশকে নিয়ন্ত্রন করা।
img_8_1

কেবিন

ককপিট এর পেছনে অন্যান্য আরোহী এবং মাল রাখার যে স্থানটি তাকেই বলা হয় কেবিন।

কাজঃ

  • আরোহী এবং মাল রাখা হয় এখানে
_DSC2558

ফুয়েল ট্যাংক

এখানে হেলিকপ্টারের চালনার জন্য ফুয়েল জমা থাকে।

সূত্রঃ ইন্টারনেট
ধন্যবাদ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ...
Powered by Blogger.