30 March, 2014

Facebook-এ ব্লক হয়ে গেছেন?? সমস্যা নাই, চ্যাটিং চালিয়ে যান!!!

| |
আজ আপনাদের সাথে চরম একখানা ট্রিক শেয়ার করব।
মনে করুন আপনি facebook-এ ব্লক হয়ে গেছেন। এর অর্থ_
--> আপনি কাউকে friend request পাঠাতে পারবেন না।
--> চ্যাট করতে পারবেন না।

হ্যাঁ বন্ধু, এরকমটা হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত এর কোন full solution নেই।
তবে আমি আপনাদের একতা ট্রিক দেখিয়ে দিচ্ছি, যার দ্বারা আপনি আপনার বন্ধুর সাথে অনায়েসে চ্যাট করতে পারবেন।
নিচের কাজগুলো করুনঃ
First Step
আপনি যেই বন্ধুর সাথে চ্যাট করতে চান, তার Profile-এ ঢুকুন।
যেমনঃ http://www.facebook.com/blackdragon

Second Step
এবার তার username-টা copy করুন এবং facebook email id-তে convert করুন।
যেমনঃ blackdragon@facebook.com

Third Step
আশা করা যায় এতক্ষন যা বললাম করতে পেরেছেন।
এবার আপনি facebook-এর জন্য যে ই-মেইল id খুলেছিলেন, তাতে প্রবেশ করুন।

Last & Final Step
এখন আপনি আপনার friend এর ই-মেইল id-তে মেইল পাঠান।
আপনার বন্ধু facebook-এআপনার message পেয়ে যাবে।

এভাবে আপনি facebook block  হওয়ার পরও চ্যাট চালিয়ে যেতে পারবেন।

Trick-টা কেমন লাগল অবশ্যই জানাবেন...ধন্যবাদ।
সম্পূর্ণ পড়ুন

আপনাদের জন্য একটা চরম Portabe Dictionary(Eng~Ban & Ban~Eng) {Mediafire Link}

| |
হাজির হলাম চমৎকার একটি English~Bangla এবং Bangla~English ডিকশনারি নিয়ে।
আপনার ইংলিশ skill-কে আরও একধাপ এগিয়ে দিতেই আমার এই টিউন।
এর নাম- Shadhin Ovidhan
এই ডিকশনারি_
*No need to Install (আমার নিজের তৈরি Portable)
*Unicode Based
*একই সাথে বাংলা ও এংলিয়াহ সার্চের সুবিধা
*সাথে আরও অনেক ফিচার যা আপনাকে মুগ্ধ করবে, ইংলিশ skill-বাড়িয়ে দিবে।
তো কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন_(Only 15 Mb)
http://www.mediafire.com/?qf660n5nae4nhfh 
PC তে dot net থাকা লাগবে, না থাকলে নিয়ে নিন
http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=24872
সম্পূর্ণ পড়ুন

সবচেয়ে সহজে, ঝামেলা ছাড়াই Flash Game ডাউনলোড করুন, চমৎকার একটা ট্রিক দিয়ে!!!

| |
যারা ল্যাপটপে high resolution-এর গেম খেলতে পারেন না তাদের গেম খেলার স্বাদ মেটাতে হয় Flash Game খেলে। এখন প্রায় অনেক গেমের-ই Flash version বেরিয়ে গেছে।
কিন্তু সমস্যা হল এটা ডাউনলোড করতে বড়ই বেগ পেতে হয়, মাথার ঘাম পায়ে ঝরে যায়।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি......
প্রথমে,
যেকোন ফ্লাশ গেমের সাইটে ঢুকুন।
এবার,
যেই গেমটা পছন্দ, তার ওপর ক্লিক করুন।
এরপর,
গেমটা loading  হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তারপর,
পেজের ফাঁকা কোন জায়গায় রাইট বাটন ক্লিক করে_
Mozilla'র জন্য- View Page Source
Google Chrome'র জন্য- Ctrl+Shift+C
Safari'র জন্য- View Source
Internet Explorer'র জন্য- View Source
-এ ক্লিক করুন।
এবার,
একটা window আসবে, সেখানে ctrl+f প্রেস করুন।
সার্চ-এ লিখুন ".swf"
কিছু রেজাল্ট আসবে, এমন রেজাল্ট খুঁজুন, যেটা একটা লিঙ্ক এবং শেষে .swf আছে
খুঁজে পেতে next বাটন use করুন।
এবার new tab খুলে ঐটা paste করুন (যেই লিঙ্ক আপনি একটু আগেই খুঁজেছিলেন)
সবশেষে,
new tab-এর address বারে url সিলেক্ট করে ctrl+s দিন। এবার কোথায় game -টি রাখবেন দেখিয়ে দিন।
ব্যস! Your কাজ is finish!!!!!! :-P
এভাবে দুনিয়ার সব ফ্লাশ গেম ডাউনলোড করা যাবে।
আপনার জন্য কিছু সাইট যেখানে ইচ্ছামত flash game ডাউনলোড করতে পারবেন_
* http://www.flashgames365.co.uk/
* http://www.y8.com/
কোন সমস্যা হলে আমাকে জানান, সলভ করার চেষ্টা করব ।
Good Bye...
সম্পূর্ণ পড়ুন

Lock করে ফেলুন আপনার কাঙ্খিত ফোল্ডার (software ছাড়াই)

| |

মনে করুন আপনি (E) drive-এ Games নামের কোন ফোল্ডার লক করবেন। তাহলে notepad-এ লিখুন
ren Games Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
এবং save করুন "hide.bat" নামে।
এবার ওটার ওপর ডাবল ক্লিক করলে আপনার Games নামের ফোল্ডারটি দেখা যাবে না।
আবার notepad-এ লিখুন
ren Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Games
এবং save করুন "unhide.bat" নামে।
এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারটি আবার দেখা যাবে।
বিঃদ্রঃ কাজটি সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে করবেন, ফোল্ডার হাইড করে পরে ফিরিয়ে আনতে না পারলে আমি দায়ি থাকব না।
 
সম্পূর্ণ পড়ুন

Graphics Card এর মেমরি সাইজ চেক করুন

| |


এই ট্রিকটা উইন্ডোজ xp কেবলমাত্র support করবে (তাছাড়া আপনারা যারা অন্যান্য OS ব্যবহার করেন, তারা চেক করে দেখতেও পারেন-কারন আমার সব OS-এ চেক করার সুযোগ হয়নি)

১.প্রথমে ডেস্কটপের ওপর রাইট বাটন ক্লিক করে properties এ যান।
২.এবার setting -এ ক্লিক করুন।
৩.এবার advance এ ক্লিক করুন।
৪.এবার adapter-এ ক্লিক করুন।

এখানে আপনার VGA card সম্পর্কে তথ্য দেখতে পারবেন।
সম্পূর্ণ পড়ুন

এখন-ই একটা Heart Screensaver বানিয়ে ফেলুন

| |


প্রথমে ডেক্সটপের ওপর রাইট বাটন ক্লিক করে personalize -এ যান। এবার ডানে নিচে দেখুন screensaver আছে, সেখানে ক্লিক করুন।
এবার নতুন উইন্ডো চালু হবে, 3D Text নির্বাচন করুন। এবার settings এ গিয়ে font নির্বাচন করুন "wingdings" এবং text দিন Y.
এবার ok করে preview দেখুন!!
এভাবে আপনি আরও অনেক রকম screensaver তৈরি করতে পারবেন।
সম্পূর্ণ পড়ুন

আসুন একটু অন্যভাবে Folder লুকাই

| |

এই ট্রিক্সটি শুধুমাত্র উইন্ডোজ 7 এর জন্য।
প্রথমে যেখানে Hidden Folder রাখতে চান, সেখানে একটি  "new folder" create করুন। এবার এর ওপর রাইট বাটন ক্লিক করে rename এ ক্লিক করুন।
এবার আপনার start menu থেকে "character map" লিখে সার্চ দিন। রেজাল্ট আসলে character map-এ ক্লিক করুন। ফাঁকা কোন স্থান নির্বাচন করুন। এবার এটা copy করে ঐ folder-এর নাম হিসেবে বসিয়ে enter দিন। ব্যস... নাম ছাড়া folder তৈরি করা হয়ে গেল।
এবার ঐ folder-এর ওপর রাইট বাটন ক্লিক করে properties-এ যান। customize এ ক্লিক করে নিচে change icon-এ ক্লিক করুন। এবার আপনাকে icon ব্রাউজ করতে দিবে। ফাঁকা জায়গা select করুন, ok করুন।
হয়ে গেল আপনার অদৃশ্য ফোল্ডার।
উইন্ডোজ XP ও Vista-তে ফোল্ডার rename-এ ক্লিক করে alt+0160 বা alt+255 টাইপ করুন। এরপর ফাঁকা icon insert করুন।
সম্পূর্ণ পড়ুন

আপনার পিসি কি চালু হতে বেশি সময় নেয়?? ছোট্ট একটা ট্রিক্স follow করুন, 1000% কাজে দিবে (Guarented)

| |
আজ আমি আপনাদের একটা ছোট্ট কিন্তু বেশ কাজের জিনিস শেয়ার করব। আমাদের প্রত্যেকেরই পিসির বোধ হয় একটা কমন প্রবলেম আছে, চালু হতে বহুত সময় নেয়।

সম্পূর্ণ পড়ুন

এক বাক্স Glassy Gadget (পছন্দ আপনার হবেই)

| |
আজ আমি আপনাদের জন্য এক ঝুড়ি Desktop Gadget (গ্লাস gadgets প্যাক) নিয়ে এসেছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে।
এতে আছে :
- calendar : resizable desktop calendar
- clock : analogue desktop clock
- control : shutdown, restart or lock your pc from the desktop
- cpu : monitor the cpu and ram load of your rig
- email : check your pop3 account for new mail
- netbars : monitor your bandwidth usage through a graphical bar
- netstats : monitor your bandwidth usage through textual info
- notescolour : coloured postit notes
- noteswhite : white postit notes
- onedrive : monitor free space for any drive on your pc
- radio : listen live to DI or SKY fm streams, or add streams yourself
- recyclebin : with spinning recycle icon when full
- stats : shows online/offline state, uptime, localIP, date, wifi strength, battery status
- weather : shows current weather conditions + a 5 day weather forcast in the flyout


Windows 7 Glass Gadgets Pack  full

Download করতে নিচের বাটনে ক্লিক করুন।

http://www.windows7download.com/win7-glass-gadgets-pack/download-afftezck.html

সম্পূর্ণ পড়ুন
Powered by Blogger.