30 March, 2014
Graphics Card এর মেমরি সাইজ চেক করুন
এই ট্রিকটা উইন্ডোজ xp কেবলমাত্র support করবে (তাছাড়া আপনারা যারা অন্যান্য OS ব্যবহার করেন, তারা চেক করে দেখতেও পারেন-কারন আমার সব OS-এ চেক করার সুযোগ হয়নি)
১.প্রথমে ডেস্কটপের ওপর রাইট বাটন ক্লিক করে properties এ যান।
২.এবার setting -এ ক্লিক করুন।
৩.এবার advance এ ক্লিক করুন।
৪.এবার adapter-এ ক্লিক করুন।
এখানে আপনার VGA card সম্পর্কে তথ্য দেখতে পারবেন।
Powered by Blogger.