30 March, 2014
আসুন একটু অন্যভাবে Folder লুকাই
এই ট্রিক্সটি শুধুমাত্র উইন্ডোজ 7 এর জন্য।
প্রথমে যেখানে Hidden Folder রাখতে চান, সেখানে একটি "new folder" create করুন। এবার এর ওপর রাইট বাটন ক্লিক করে rename এ ক্লিক করুন।
এবার আপনার start menu থেকে "character map" লিখে সার্চ দিন। রেজাল্ট আসলে character map-এ ক্লিক করুন। ফাঁকা কোন স্থান নির্বাচন করুন। এবার এটা copy করে ঐ folder-এর নাম হিসেবে বসিয়ে enter দিন। ব্যস... নাম ছাড়া folder তৈরি করা হয়ে গেল।
এবার ঐ folder-এর ওপর রাইট বাটন ক্লিক করে properties-এ যান। customize এ ক্লিক করে নিচে change icon-এ ক্লিক করুন। এবার আপনাকে icon ব্রাউজ করতে দিবে। ফাঁকা জায়গা select করুন, ok করুন।
হয়ে গেল আপনার অদৃশ্য ফোল্ডার।
উইন্ডোজ XP ও Vista-তে ফোল্ডার rename-এ ক্লিক করে alt+0160 বা alt+255 টাইপ করুন। এরপর ফাঁকা icon insert করুন।
Powered by Blogger.