তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি......
প্রথমে,
যেকোন ফ্লাশ গেমের সাইটে ঢুকুন।
এবার,
যেই গেমটা পছন্দ, তার ওপর ক্লিক করুন।
এরপর,
গেমটা loading হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তারপর,
পেজের ফাঁকা কোন জায়গায় রাইট বাটন ক্লিক করে_
Mozilla'র জন্য- View Page Source
Google Chrome'র জন্য- Ctrl+Shift+C
Safari'র জন্য- View Source
Internet Explorer'র জন্য- View Source
-এ ক্লিক করুন।
এবার,
একটা window আসবে, সেখানে ctrl+f প্রেস করুন।
সার্চ-এ লিখুন ".swf"
কিছু রেজাল্ট আসবে, এমন রেজাল্ট খুঁজুন, যেটা একটা লিঙ্ক এবং শেষে .swf আছে।
খুঁজে পেতে next বাটন use করুন।
এবার new tab খুলে ঐটা paste করুন (যেই লিঙ্ক আপনি একটু আগেই খুঁজেছিলেন)
সবশেষে,
new tab-এর address বারে url সিলেক্ট করে ctrl+s দিন। এবার কোথায় game -টি রাখবেন দেখিয়ে দিন।
ব্যস! Your কাজ is finish!!!!!!
এভাবে দুনিয়ার সব ফ্লাশ গেম ডাউনলোড করা যাবে।
আপনার জন্য কিছু সাইট যেখানে ইচ্ছামত flash game ডাউনলোড করতে পারবেন_
* http://www.flashgames365.co.uk/
* http://www.y8.com/
কোন সমস্যা হলে আমাকে জানান, সলভ করার চেষ্টা করব ।
Good Bye...