30 March, 2014

আপনার পিসি কি চালু হতে বেশি সময় নেয়?? ছোট্ট একটা ট্রিক্স follow করুন, 1000% কাজে দিবে (Guarented)

| |
আজ আমি আপনাদের একটা ছোট্ট কিন্তু বেশ কাজের জিনিস শেয়ার করব। আমাদের প্রত্যেকেরই পিসির বোধ হয় একটা কমন প্রবলেম আছে, চালু হতে বহুত সময় নেয়।

কম্পিউটার চালুতেই মেজাজ খারাপ হয়ে যায়। দেখি আমরা এ বিষয়ে কিছু করতে পারি কি না! আসলে স্বাভাবিকভাবে পিসি দ্রুত চালু হওয়া নিয়ন্ত্রন করে প্রসেসর, র‍্যাম এবং সিস্টেমের ওপর। তবে যাদের এগুলো তেমন একটা উন্নত নয় তাদের ক্ষেত্রে আমার ট্রিকসটা বেশ কাজের বলে আমি মনে করি। অনেক লেকচার দিলাম, এবার আসুন কাজে আসি।
নিচের কাজগুলো ধাপে ধাপে করুন।
১. start থেকে run এ ক্লিক করুন।
২. regedit লিখুন এবং ok করুন।
৩. এখন HKEY_LOCAL_MACHINE/SYSTEM/CurrentControlSet/Control থেকে ControlIndex-এ ক্লিক করুন।
৪. Startup Delay খুঁজে বের করুন এবং Double ক্লিক করুন। (খুঁজে পেতে ctrl+f ব্যবহার করতে পারেন)
৫. এখন Decimal এ ক্লিক করুন।
৬. Value 4800000 এর পরিবর্তে 40000 দিন।
৭. registry editor বন্ধ করে পিসি restart করুন।
ব্যস... কাজ শেষ।
আশাকরি আপনাদের এই ট্রিক্সটা কাজে দেবে (অনেকের operating system অনুযায়ী settings কিছুটা ভিন্ন হতে পারে)
ভাল লাগলে কমেন্ট করবেন, অপেক্ষায় রইলাম। বিদায়.........   :-) :-) :-)
Powered by Blogger.