20 April, 2014

সম্ভবত এর চেয়ে সহজে পেনড্রাইভকে বুটেবল বানাতে পারবেন না !! এখন পেনড্রাইভকে বুটেবল বানান মাত্র 2 ক্লিকেই !!! (Unetbootin or windows 7 USB?DVD Tool)

| |
আসসালামু-আলাইকুম,
আজকে আপনাদের জন্য ছোট্ট কিন্তু বেশ কাজের একটা ট্রিক নিয়ে পোস্ট করছি ।
শিরোনাম দেখেই হয়ত বুঝে গেছেন কি নিয়ে করছি ! হ্যাঁ, আজকে দেখাব সবচাইতে সহজ পদ্ধতিতে পেনড্রাইভকে বুটেবল বানানো যায়। তো নিন শুরু করা যাক !
(সম্পূর্ণ টিউন পড়ে কোন পদ্ধতিতে কাজ করবেন তা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি)

প্রথম পদ্ধতিঃ

প্রথম ধাপ

দ্বিতীয় ধাপ

সফটওয়্যারটি পোর্টেবল । তাই ডাবল ক্লিক করে ওপেন করুন ।

তৃতীয় ধাপ

  •  প্রথমে Disk Image-এ ক্লিক করুন (চেক করুন অর্থাৎ টিক চিহ্ন দিন)
  •  Browse করে iso ফাইল দেখিয়ে দিন ।
  •  এরপর OK করুন । ব্যস কাজ শেষ !!!
http://snap.ashampoo.com/uploads/2014-04-06/eMzWHtWJ.png
অনেকের পিসিতে এই পদ্ধতি কাজ করে না, তাই আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি ।

দ্বিতীয় পদ্ধতিঃ

প্রথম ধাপ

দ্বিতীয় ধাপ

Normal ভাবে ইন্সটল করুন ।

তৃতীয় ধাপ

  •  Browse করে iso ফাইল দেখিয়ে দিন ।
  •  এরপর কাজগুলো আপনি নিজেই পারবেন আশাকরি । আমি কিছু screenshot দিচ্ছি...
http://snap.ashampoo.com/uploads/2014-04-06/EZzWFlky.png
http://snap.ashampoo.com/uploads/2014-04-06/CTFsNgh1.png
http://snap.ashampoo.com/uploads/2014-04-06/pmJu2JFf.png

XP ইউজারদের জন্যঃ

  • Microsoft .NET Framework 2.0 must be installed. It can be downloaded here.
  • Microsoft Image Mastering API v2 must be installed. It can be downloaded here.
আমার মতে দ্বিতীয় পদ্ধতিতে কাজ করাই বেশি সুবিধাজনক হবে । প্রথম পদ্ধতিতে যেখানে প্রায় 30 মিনিট সময় লাগে, দ্বিতীয় পদ্ধতিতে লাগে প্রায় 8-10 মিনিট । তাছাড়া প্রথম পদ্ধতিতে অনেক সময় কাজ হয় না ।
এখন আপনিই বেছে নিন কোন পদ্ধতি আপনার জন্য ।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন, সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব ।
||| বিদায় |||
Powered by Blogger.