20 April, 2014

আপনার pendrive কে বহুমুখী প্রতিভাবান বানিয়ে ফেলুন ! এক পেনড্রাইভ দিয়েই সব OS ইন্সটল হবে এবার, pendrive কে বানান মাল্টিবুটেবল, একদম সহজে !!(Using Xboot or Yumi)

| |
আসসালামু-আলাইকুম,
আশাকরি সবাই ভাল আছেন । 
আজকে দেখাব কিভাবে pendrive-কে multiboot বানাবেন , অর্থাৎ এক pendrive দিয়ে আপনি win xp, win 7 , win 8 দিতে পারবেন ।
তো আসুন, শুরু করি (এখানে আমি 2 টি পদ্ধতি দিচ্ছি)

প্রথম পদ্ধতি

প্রথমে এখান থেকে XBoot ডাউনলোড করে নিন ।
এবার কাজ শুরু করার পালা ।
  • সফটওয়্যার টি প্রথমে রান করান ।
  • এবার আপনার .iso ফাইল drug করে drop করুন ।
  • এবার এমন একটা window আসবে ।
  • এরপর একটা catagory সিলেক্ট করুন ।
  • এভাবে সব drug-drop করুন ।
  • এরপর Create USB -তে ক্লিক করুন ।
  • এমন একটা window আসবে ...
  • এখন USB DRIVE সিলেক্ট করুন তারপর কিছু চেঞ্জ না করে OK করুন ।
  • এমন দেখতে পারবেন ।
  • এরপর কাজ হয়ে গেলে এভাবে OK করুন ।
হয়ে গেল আপনার Multiboot Pendrive !!
বিঃদ্রঃ এর দ্বারা আপনি windows 8 বুটেবল বানাতে পারবেন না ।
তাই দ্বিতীয় পদ্ধতি দিলাম...

দ্বিতীয় পদ্ধতি

এখান থেকে Yumi ডাউনলোড করুন
  • এবার পিসিতে Pendrive insert করুন ।
  • my computer-এ আপনার pendrive শো করবে ।
http://www.wikihow.com/images/2/28/Create-a-Multi-Boot-USB-Drive-with-Yumi-Step-3.jpg
  • এরপর Yumi রান করান ।
  • এবার আপনার pendrive-এর letter সিলেক্ট করুন
http://www.wikihow.com/images/0/0f/Create-a-Multi-Boot-USB-Drive-with-Yumi-Step-5.jpg
  • এবার catagory সিলেক্ট করুন ( আপনি কোন ধরনের iso ইমেজ নিচ্ছেন ) এখানে আপনি ubunti, linux, win xp, win 7,win 8 এবং আরও catagory দেখতে পারবেন। প্রয়োজন মত catagory নির্বাচন করুন । ( windows নিচের দিকে পাবেন )
Yumi Screen 6.PNG
  • এবার create-এ ক্লিক করুন ।
  • এবার নিচের মত আসলে yes করুন
Yumi Screen 7.PNG
  • কিছুক্ষন wait করুন
Yumi Screen 8.PNG
  • এবার next দিন
Yumi Screen 9.PNG
  • এবার আরও iso add করতে চাইলে Yes, নাহলে NO দিন ।
Yumi Screen 10.PNG
  • সবশেষে Finish দিয়ে ইতি টানুন ।
Yumi Screen 11.PNG
আজকের মত এখানেই শেষ করছি, সমস্যা হলে জানাবেন । ধন্যবাদ ...
Powered by Blogger.