সবাই আশাকরি ভাল আছেন । আজ নিয়ে এলাম আরেকটি দরকারি পোস্ট ।
এখন থেকে খুব সহজেই আপনি গুগল ক্রোমের সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন ।
এজন্য,
- গুগল ক্রোমের Settings -এ ঢুকুন (একদম ডানে,উপরের দিকে)
- এবার Scroll করে Show Advance Settings এ ক্লিক করুন ।
- এবার Password and Forms এর manage saved passwords এ ক্লিক করুন ।
- এখন আপনি সেভ করা ওয়েবসাইট এবং পাসওয়ার্ডের লিস্ট পাবেন । যেই পাসওয়ার্ড চান তার ওপর ক্লিক করে Show তে ক্লিক করে password দেখে নিন ।
আশাকরি ট্রিকটা আপনাদের ভাল লেগেছে ।