22 April, 2014

ফটোশপ ছাড়াই আপনার ছবিতে যাদুর ছোঁয়া দিন, একদম Professional-দের মতো!!! XnRetro (পোর্টেবল)

| |
আজ আপনাদের যেই সফটওয়্যারটি দিব, সেটা দিয়ে আপনি ফটোতে খুব সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারবেন । ফটোশপ যারা পারেন না, তাদের জন্য চরম একটা সফটওয়্যার ! একদম প্রফেশনালদের মত ইফেক্ট দিতে পারবেন । সফটওয়্যার টি হলঃ





এই সফটের সাহায্যে আপনি আপনার Photo-তে অনেক রকম Effect দিতে পারবেন । Screenshot-এর নিচের দিকে দেখুন "Retro" , "Light" ,"Vignette" , "Frame" লেখা আছে। এতে আপনি ক্লিক করে ইচ্ছামত Effect দিন ।
আর সফটের ডানপাশে দেখুন আপনি বিভিন্ন কিছু Control করতে পারবেন । তো আর দেরি কেন ?
ডাউনলোড করুন _18 mb

SolidFiles






Powered by Blogger.